ঢাকা, মঙ্গলবার, ৩০ বৈশাখ ১৪৩২, ১৩ মে ২০২৫, ১৫ জিলকদ ১৪৪৬

জাতীয়

আটঘরিয়ায় শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৩৩, ডিসেম্বর ৩১, ২০১৪
আটঘরিয়ায় শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ

পাবনা: পাবনার আটঘরিয়ায় শীতার্ত প্রতিবন্ধী, অস্বচ্ছল মুক্তিযোদ্ধা, হাজতি ও অসহায় হতদরিদ্র সাতশ নারী-পুরুষকে কম্বল বিতরণ করা হয়েছে।

বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে সিসিডিবি আটঘরিয়া অফিস চত্বরে সিসিডিবি সহায়তাপুষ্ট উপজেলা ফোরাম নেটওয়ার্ক ও সিসিডিবি’র উদ্যোগে এ কম্বল বিতরণ করা হয়।



সিসিডিবি আটঘরিয়া উপজেলা ফোরাম নেটওয়ার্কের সভাপতি দেলোয়ার হোসেনের সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার আলীমুর রাজিব।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্যানেল চেয়ারম্যান নীলা খাতুন, বিশিষ্ট সাংবাদিক-নাট্যকার এইচকেএম আবু বকর সিদ্দিক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লেলিন আলমগীর হোসেন, সিসিডিবি’র এরিয়া কো-অর্ডিনেটর আতিকুর রহমান চৌধুরী।
 
বাংলাদেশ সময়: ২১২৪ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৪ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।