ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ থাকতে হবে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩০ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৫
মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ থাকতে হবে

মানিকগঞ্জ: সেক্টর কমান্ডারস ফোরামের সহ সভাপতি সাবেক সেনাপ্রধান লে. জেনারেল (অব.) হারুন অর রশিদ বীর প্রতীক বলেছেন, ষড়যন্ত্রকারীরা সব জায়গায় ঘাপটি মেরে বসে আছে। তাদের রুখতে মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।



মঙ্গলবার (২২ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে সেক্টর কমান্ডারস ফোরাম জেলা শাখা আয়োজিত অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জেলা মুক্তিযোদ্ধা সংসদ ভবনের এ অনুষ্ঠানে তিনি বলেন, স্বাধীনতার মূল চেতনাকে ধ্বংস করতে ৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতাকে হত্যা করা হয়েছিল।

তিনি বলেন, মুক্তিযোদ্ধারা ঐক্যবদ্ধ আছে বলেই শেখ হাসিনার সাহসীর নেতৃত্বে যুদ্ধাপরাধীদের বিচার চলছে। বিচার সম্পন্ন করতে বিভাগীয় শহরগুলোতে ট্রাইব্যুনাল স্থাপন করতে হবে।

মুক্তিযোদ্ধা মনজুর আহমেদের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মেজর জেনারেল (অব.) এ কে মোহাম্মদ আলী শিকদার, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ইঞ্জিনিয়ার তোবারক হোসেন লুডু, জেলা পরিষদের প্রশাসক অ্যাড. গোলাম মহিউদ্দিন, সদর উপজেলা কমান্ডার ওবায়দুল ইসলাম ইয়াকুব প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৩২  ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।