ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

২০১৬ সালকে পরিচ্ছন্ন বছর ঘোষণা করলেন সাঈদ খোকন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩২ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৫
২০১৬ সালকে পরিচ্ছন্ন বছর ঘোষণা করলেন সাঈদ খোকন ছবি: কাশেম হারুন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: নির্বাচিত হওয়ার ৮ মাসের মাথায় রাজধানীকে পরিচ্ছন্ন নগরী গড়তে ফের সাত দফা কর্মসূচি ঘোষণা করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন।

বুধবার (২৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে অনুষ্ঠিত এক সাংবাদ সম্মেলনে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা পদ্ধতির প্রচলনসহ সাত দফা কর্মসূচি ঘোষণা করেন তিনি।



তিনি বলেন, মেয়র হিসেবে আমি আনুষ্ঠানিকভাবে ২০১৬ সালকে পরিচ্ছন্ন বছর হিসেবে ঘোষণা করছি।

প্রথম দফায় রয়েছে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা পদ্ধতির প্রচলন:
প্রধান সড়ক থেকে আবর্জনার কন্টেইনার স্থানান্তর। প্রতিটি ওয়ার্ডে একটি করে মোট ৫৭ সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন নির্মাণ এবং প্রতিদিন সকাল ৭টার মধ্যে পরিচ্ছন্নতা কার্যক্রম সম্পন্ন।

দ্বিতীয় দফায় জন সম্পৃক্ততা বাড়ানো:
পরিচ্ছন্নতা কার্যক্রম গতিশীল করতে জন সম্পৃক্ততা বাড়ানো। এ লক্ষ্যে অনলাইন মিডিয়াসহ সকল গণমাধ্যমে প্রচারণা চালানো হবে।

তৃতীয় দফায় গণ শৌচাগার নির্মাণ:
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতায় প্রধান জনসমাগম স্থলে ২০১৬ সালের মধ্যে ছোট আকারে ৫০টি আধুনিক গণশৌচাগার নির্মাণ করা হবে।

চতুর্থ দফায় নগরীর সৌন্দর্যবর্ধন:
২০১৬ সালের মধ্যে ঢাকা শহরকে দৃষ্টিন্দন করা হবে। এ জন্য পহেলা জানুয়ারি থেকে সরকারি-বেসরকারি কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তি অনুমতি ছাড়া ব্যানার, ফেস্টুন লাগাতে পারবেন না।

পঞ্চম দফায় আধুনিক পরিবেশ বান্ধব সড়ক বাতি সংযোজন এবং  ষষ্ঠ দফায় রয়েছে দখলমুক্ত সড়ক নিশ্চিত করা।

শেষ দফায় রয়েছে ডিএসসিসি’র পরিচ্ছন্নতা বিষয়ক অভিযোগ গ্রহণের জন্য ২৪/৭ হটলাইন খোলা হবে।

পরিচ্ছন্নতার জন্য পুরস্কার এবং তিরস্কারের ব্যবস্থাও চালু করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২৩২ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৫ আপডেট সময়: ১২৪৭ ঘণ্টা.
এসএম/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।