ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

লাকসামে সাবেক এমপির গাড়ি বহরে হামলা, আহত ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১০ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৫
লাকসামে সাবেক এমপির গাড়ি বহরে হামলা, আহত ৩ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুমিল্লা: কুমিল্লার লাকসামে বিএনপির মেয়র প্রার্থী শাহনাজ আক্তারের পক্ষে প্রচারণা চালানোর সময় দলটির কেন্দ্রীয় নেতা ও সাবেক এমপি কর্নেল (অব.) এম আনোয়ারুল আজিমের গাড়ি বহরে হামলা ও ভাংচুরের অভিযোগ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে।

এ সময় তার পিএস আমানউল্লাহ, গাড়ি চালক খোরশেদসহ তিনজন আহত হয়েছে বলে জানা গেছে।

কর্নেল (অব.) আনোয়ারুল আজিম ও উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আমান উল্লাহ আমান হামলা ও ভাংচুরের বিষয়টি বাংলানিউজকে জানিয়েছেন।

আনোয়ারুল আজিম বলেন, সকাল সাড়ে ১০টার দিকে  লাকসাম উপজেলার সাবেক চেয়ারম্যান মজির আহমেদসহ বিএনপির নেতাকর্মীরা মোহাম্মদপুর, ফতেহপুর গণসংযোগ করে গাজিমুড়া এলাকায় এলে উপজেলা ছাত্রলীগ সভাপতি শিহাব ও স্বেচ্ছাসেবক লীগ সেক্রেটারি জাহাঙ্গীর আহমেদের নেতৃত্বে একদল ক্যাডার আমাদের গাড়ি বহরে হামলা করে গাড়ি ভাংচুর করে।

লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন বাংলানিউজকে জানান, একটু ঢিল মারামারির ঘটনা ঘটেছে। পরিস্থিতি এখন শান্ত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।