ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে সপ্তাহব্যাপী বইমেলা শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১২ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৫
ময়মনসিংহে সপ্তাহব্যাপী বইমেলা শুরু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: ‘আলোকিত নগরীর জন্য বই’ শ্লোগানে ময়মনসিংহে প্রথমবারের মতো শুরু হয়েছে সপ্তাহব্যাপী বইমেলা।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় নগরীর টাউন হল চত্বরে এ বইমেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মুস্তাকীম বিল্লাহ ফারুকী।

ময়মনসিংহ পৌরসভা আয়োজিত এ মেলায় ৪০টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিয়েছে।

ময়মনসিংহ পৌরসভার মেয়র মো. ইকরামুল হক টিটুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা পুলিশ সুপার (দক্ষিণ) হারুন অর রশিদ, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক আমির আহম্মেদ চৌধুরী রতন, বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির নির্বাহী পরিচালক কামরুল হাসান সায়েক, ময়মনসিংহ পৌরসভার প্যানেল মেয়র-১ আসিফ হোসেন ডন।

বাংলাদেশ সময়: ২০১২ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।