ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

৬ জেলায় বাংলানিউজ কর্মীদের পদোন্নতি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫১ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৬
৬ জেলায় বাংলানিউজ কর্মীদের পদোন্নতি

ঢাকা: দেশের ছয়টি জেলা পর্যায়ে পদন্নোতি পেয়ে বাংলানিউজের কর্মীরা স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে নিয়োগ পেয়েছেন। এর আগে তারা ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট হিসেবে নিযুক্ত ছিলেন।


 
এরা হলেন- বাগেরহাটের সরদার ইনজামামুল হক, কুমিল্লার ইমতিয়াজ আহমেদ জিতু, ফেনীর সোলায়মান হাজারী ডালিম, লক্ষ্মীপুরের সাজ্জাদুর রহমান, খাগড়াছড়ির অপু দত্ত ও কক্সবাজারের তুষার তুহিন।

শুক্রবার (১ জানুয়ারি) তাদের এই পদোন্নতির ঘোষণা দেন এডিটর ইন চিফ আলমগীর হোসেন।

পদোন্নতিপ্রাপ্ত সকল সহকর্মীকে আন্তরিক অভিনন্দন।

পদোন্নতি দেওয়ার সিদ্ধান্ত নিয়ে এডিটর ইন চিফ বলেন, এই কর্মীরা তাদের নিজ নিজ কর্মক্ষেত্র থেকে বাংলানিউজকে নিজের প্রাণের প্রতিষ্ঠান হিসেবে ধারণ করবে এবং কাজ করে যাবে এটাই প্রত্যাশা।

এরই মধ্যে তারা যোগ্যতার প্রমাণ রাখতে পেরেছেন বলেই পদোন্নতি পেয়েছেন, বলে উল্লেখ করেন এডিটর ইন চিফ।

তিনি বলেন, এর আগেও দেশের কয়েকটি জেলায় বাংলানিউজের কর্মীরা স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে নিযুক্ত হয়ে কাজ করার সুযোগ পেয়েছেন। তাদের সঙ্গে নতুন আরও কয়েকটি নাম যুক্ত হলো।
স্থানীয় পর্যায়ে দায়িত্বশীলতার সঙ্গে কাজের সুযোগ তৈরি করাই এর মূল লক্ষ্য বলে উল্লেখ করেন তিনি।  

ঢাকার বাইরে যারা ভালো কাজ করবে তাদের কেন্দ্রে নিয়োগ দেওয়ার প্রক্রিয়াও বাংলানিউজে চালু রয়েছে।

ধীরে ধীরে দেশের সবগুলো জেলা শহরে বাংলানিউজ কর্মীদের স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে কাজ করার সুযোগ দিতে পারবেন বলেও প্রত্যাশা ব্যক্ত করেছেন এডিটর ইন চিফ আলমগীর হোসেন।

বাংলাদেশ সময় ১৬২৪ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৬
এমএমকে 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।