ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

‘রাজশাহীতে মাদকের ব্যবহার বাড়ছেই’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৯ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৬
‘রাজশাহীতে মাদকের ব্যবহার বাড়ছেই’

রাজশাহী: সীমান্তবর্তী এলাকা হওয়ায় রাজশাহী অঞ্চলে মাদকের ব্যবহার আশঙ্কাজনকভাবে বাড়ছেই। এক্ষেত্রে আইন-শৃঙ্খলা বাহিনীর আরও তৎপর হওয়ার পাশাপাশি জনসচেতনতা বাড়ানো উচিত।



শনিবার (০২ জানুয়ারি) সকালে রাজশাহীতে মাসব্যাপী মাদক বিরোধী অভিযান ও বিশেষ প্রচারণা কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এ আহ্বান জানান।
এ সময় তারা বলেন, ভারত থেকে সীমান্ত দিয়ে অবৈধভাবে আসা ফেনসিডিল ও হেরোইনও নিয়ন্ত্রণ করা যাচ্ছে না।  

রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন- বিভাগীয় কমিশনার হেলালুদ্দিন আহমদ, জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন চৌধুরী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর রাজশাহী অঞ্চলের অতিরিক্ত পরিচালক মজিবুর রহমান পাটোয়ারী।

অনুষ্ঠানে জানানো হয়, বিদায়ী বছরে রাজশাহী জেলায় এক হাজার ১৮৭টি মাদকবিরোধী অভিযান চালানো হয়েছে। এসব ঘটনায় ৪৬০টি মামলায় আসামি করা হয়েছে ৫৪৩ জনকে।

বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৫
এসএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।