ঢাকা, শুক্রবার, ১১ আশ্বিন ১৪৩২, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

লক্ষ্মীপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২১, জানুয়ারি ২, ২০১৬
লক্ষ্মীপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

লক্ষ্মীপুর: সমাজসেবার প্রচেষ্টা, এগিয়ে যাবে দেশটা এ প্রতিপাদ্যে লক্ষ্মীপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে লক্ষ্মীপুরে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও হুইল চেয়ার বিতরণ করা হয়।



শনিবার (০২ জানুয়ারি) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালি শুরু হয়। গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা কালেক্টর ভবণ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী।

জেলা সমাজসেবার উপ-পরিচালক মুহাম্মদ মাহবুবুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সাজ্জাদুল হাসান, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এম আলাউদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন মাস্টার ও উপজেলা ভাইস চেয়ারম্যান হাফিজ উল্যা প্রমুখ।

আলোচনা সভা শেষে ১০জন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ারম্যান বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৭২১ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৬
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।