ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কিশোরগঞ্জে ইউপি চেয়ারম্যান কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৮ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৬
কিশোরগঞ্জে ইউপি চেয়ারম্যান কারাগারে

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জ জেলা জজ কোর্টের এক আইনজীবীকে মারধরের অভিযোগে দায়ের করা মামলায় করিমগঞ্জের জাফরাবাদ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আসাদুজ্জামান সোনা মিয়াকে (৫৮) কারাগারে পাঠিয়েছেন আদালত।
 
সোমবার (৪ জানুয়ারি) দুপুরে কিশোরগঞ্জ আদালতের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আলাউল আকবর জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।


 
আদালত সূত্র জানায়, ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামানের সঙ্গে জমি নিয়ে স্থানীয় এক ব্যক্তির বিরোধ ও মামলা চলছিল। বিষয়টি তদন্ত করতে আদালত থেকে আইনজীবী আবদুল আউয়ালকে দায়িত্ব দেওয়া হয়।  
 
২০১৩ সালে ৮ সেপ্টেম্বর সরেজমিনে তদন্ত করতে জাফরাবাদ ইউনিয়নের আমলিতলায় যান তিনি। এ সময় ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে তার লোকজন ওই আইনজীবীকে মারধর করেন।  
 
পরে ওই দিনই আইনজীবী আবদুল আউয়াল বাদী হয়ে ইউপি চেয়ারম্যানকে আসামি করে সাত জনের বিরুদ্ধে করিমগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
 
বাংলাদেশ সময়: ১৫১৬ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৬   
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।