ঢাকা, সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

জাতীয়

রাখাইনে জাতিসংঘের সহায়তা পৌঁছে দিতে ইপি’র আহবান

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০১, জানুয়ারি ১, ২০১৭
রাখাইনে জাতিসংঘের সহায়তা পৌঁছে দিতে ইপি’র আহবান

ঢাকা: জাতিসংঘ ও অন্যান্য পর্যবেক্ষকদের রাখাইন রাজ্যের মংডু জেলার সাম্প্রতিক ঘটনা তদন্ত সহায়তা করতে মায়ানমার সরকারকে অনুমতি দিতে আহ্বান জানিয়েছে ইউরোপীয় পার্লামেন্ট (ইপি)।
 

এছাড়াও অবিলম্বে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর হত্যাকাণ্ড, হয়রানি ও ধর্ষণ এবং তাদের ঘরবাড়ি পোড়ানো বন্ধ করতে সামরিক ও নিরাপত্তা বাহিনীর প্রতি আহ্বান জানানো হয়েছে।  
 
গত ১৫ ডিসেম্বর মায়ানমারে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমদের অবস্থার ওপর রেজুল্যুশন আনে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

রোববার বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের অফিসিয়াল ফেসবুক পেজে বিষয়টি শেয়ার করা হয়।  

রেজুল্যুশনে মানবাধিকার লঙ্ঘনের শিকার ব্যক্তিদের জন্য পর্যাপ্ত ক্ষতিপূরণ ও দোষীদের বিচারের মুখোমুখি করার আহ্বান জানানোর প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে।

সংঘর্ষ এলাকা, ক্ষতিগ্রস্ত জনগণের কাছে মানবিক সাহায্য পৌঁছাতে ব্যবস্থা নিতে মায়ানমার সরকার ও মায়ানমারের নাগরিক সমাজের প্রতি আহবান জানিয়েছে ইপি।  

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৬
জেপি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।