সোমবার (২ জানুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয়ের নিজকক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান ইসির সচিব মোহাম্মদ আবদুল্লাহ।
তিনি বলেন, যেসব নাগরিকের ভোটার হওয়ার বয়স থাকা সত্ত্বেও বিভিন্ন কারণে ভোটার হতে পারেননি তাদের ভোটার তালিকা হালনাগাদের আওতায় এনে খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে।
মোহাম্মদ আবদুল্লাহ জানান, সব মিলে মোট ১৪ লাখ ৯৭ হাজার ৬৭২ জন নতুন ভোটার নিয়ে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। এর মধ্যে পুরুষ ভোটার ৯ লাখ ২ হাজার ৮১২ জন। নারী ভোটার ৫ লাখ ৯৪ হাজার ৮৬০ জন।
ভোটার তালিকার বিষয়ে কোনো ভোটারের দাবি আপত্তির শেষ সময় ১৭ জানুয়ারি, দাবি নিষ্পত্তি ২২ জানুয়ারি এবং ২৭ জানুয়ারি রেজিস্ট্রেশন কর্মকর্তার কাছে আবেদন করতে পারবেন। ৩১ জানুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে বলে জানান তিনি।
সচিব আরও বলেন, নতুন ভোটরসহ দেশে এখন মোট ভোটার সংখ্যা ১০ কোটি ১৪ লাখ ৪০ হাজার ৬০১ জন। এর মধ্যে পুরুষ ৫ কোটি ২০ লাখ ৬৪ হাজার ১৮ জন, নারী ভোটার ৫ কোটি ২ লাখ ৩৪ হাজার ৮৩ জন।
গত বছরের ২৫ নভেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত নিবন্ধন করা হয়।
২০০৮ সালে প্রথম ছবিযুক্ত ভোটার তালিকা প্রকাশ শুরু হয়। সে সময় ৮ কোটি ১০ লাখের বেশি নাগরিককে তালিকাভুক্ত করে জাতীয় পরিচয়পত্রও দেওয়া হয়। ইতোমধ্যে ২০১০, ২০১২, ২০১৪ ও ১৬ সালে ভোটার তালিকা প্রকাশ করেছে ইসি।
বাংলাদেশ সময়: ১৮২১ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৬
এমসি/এএ