ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গোপালগঞ্জে অ্যাম্বুলেন্স চাপায় যুবক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৫ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৭
গোপালগঞ্জে অ্যাম্বুলেন্স চাপায় যুবক নিহত

গোপালগঞ্জ: গোপালগঞ্জের কোটালীপাড়ায় অ্যাম্বুলেন্স চাপায় লিটু দাঁড়িয়া (২৮) নামে এক যুবক নিহত ও ভ্যানচালকসহ দুইজন আহত হয়েছেন। সোমবার (২ জানুয়ারি) বিকেলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে সোমবার সকালে কোটালীপাড়া উপজেলার মাঝবাড়ীতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত লিটু দাঁড়িয়া কোটালীপাড়া উপজেলার মাঝবাড়ী গ্রামের মৃত মালেক মিয়া দাঁড়িয়ার ছেলে।

কোটালীপাড়া ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ফারুক বাংলানিউজকে জানান, সকালে একটি ভ্যানে করে মাঝবাড়ী বাজারে যাচ্ছিলেন লিটু ও শাহ আলম।

তারা মাঝবাড়ী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অ্যাম্বুলেন্স ভ্যানটিকে চাপা দেয়। এতে চালকসহ তিনজনই আহত হন।

তাদের উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। লিটুর অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তার মৃত্যু হয়।

আহত শাহ আলম দাঁড়িয়াকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি ও ভ্যানচালককে প্রাধমিক চিকিৎসা দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।