ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বিদ্যুৎ পেল মিরসরাইয়ের পাহাড়ি অঞ্চলের আড়াইশ’ পরিবার

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৪ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৭
বিদ্যুৎ পেল মিরসরাইয়ের পাহাড়ি অঞ্চলের আড়াইশ’ পরিবার বিদ্যুৎ পেল মিরসরাইয়ের পাহাড়ি অঞ্চলের আড়াইশ’ পরিবার-ছবি: বাংলানিউজ

মিরসরাই (চট্টগ্রাম): বিদ্যুৎ পেয়েছে দুর্গম পাহাড়ি অঞ্চল মিরসরাইয়ের করেরহাট ইউনিয়নের ঘেড়ামারা আজিজ নগরের আড়াইশ’ পরিবার। সোমবার (২ জানুয়ারি) সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে এসব পরিবারে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়।

এসময় উপস্থিত ছিলেন-করেরহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এনায়েত হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুলতান জসিম, সম্পাদক শেখ সেলিম, পল্লী বিদ্যুৎ-৩ বোর্ড সভাপতি আলী আহসান, করেরহাট বাজার ব্যবসায়ী কমিটির সম্পাদক কামরুল হোসেন ও ফেনী উপতক্যা কাঠ ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি জহরুল হক কোম্পানি প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১৩২ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৭
আরবি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।