ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

এখনো পুড়ছে ডিএনসিসি মার্কেট, ধসে পড়েছে এক‍াংশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৩ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১৭
এখনো পুড়ছে ডিএনসিসি মার্কেট, ধসে পড়েছে এক‍াংশ প‍ুড়ছে রাজধানীর ডিসিসি মার্কেট, ছবি: বাদল

ঢাকা: অগ্নিকাণ্ডে রাজধানীর গুলশান-১ নম্বরের ডিএনসিসি মার্কেটের একাংশ ধসে পড়েছে। আগুন লাগার পাঁচ ঘণ্টা পরও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি আগুন। ১৭টি ইউনিট সেখানে কাজ করলেও কতো সময়ে আগুন নিয়ন্ত্রণে আসবে তা বলতে পারছেন না ফায়ার সার্ভিস কর্মীরা।

সোমবার (০২ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটায় আগুন লাগে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ফায়ারের কর্মীরা জানান, মার্কেটের পূর্ব দিক থেকে আগুনের সূত্রপাত হয়।

এরপর পর্যায়ক্রমে পুরো মার্কেটে ছড়িয়ে পড়ে।

গভীর রাতে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, আগুনের কারণে মার্কেটের একাংশ ধসে পড়েছে। এ অংশে প্রায় আড়াইশ কাঁচামালের দোকান ছিল।

এদিকে, মধ্যরাতে আকস্মিক আগুনের ঘটনায় ব্যবসায়ীরা দিশেহারা হয়ে পড়েছেন। মার্কেটের কর্মচারীদের কাছ থেকে খবর পেয়ে মার্কেট চত্বরে ভিড় জমাতে থাকেন। এ সময় তাদের আর্তনাদে এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে। যে যার মতো আগুনে বেঁচে যাওয়া সরঞ্জাম বাঁচানোর চেষ্টা করছিলেন তারা।

মার্কেটের ব্যবসায়ীরা আগুন লাগার ঘটনাকে ইচ্ছাকৃত বলে অভিযোগ করেন।

তবে ডিএনসিসি মার্কেটের সভাপতি রিজভী বলেন, আগুনের ঘটনা আকস্মিক,এর সঙ্গে কারো কোনো হাত নেই।

এ ম‍ার্কেটে এক হাজারের মতো দোকান রয়েছে বলেও জানান তিনি।

পৌনে তিনটায় মার্কেটের দারোয়ানের ফোনে ঘুম ভেঙে ফর্নিচার ব্যবসায়ী মমিন মোল্লা ডিএনসিসি চত্বরে আসেন। সব শেষ, সব শেষ বলে আর্তনাদ করতে করতে তিনি বাংলানিউজকে বলেন, কিচ্ছু বাকি নেই, সব শেষ! মার্কেটের ভেতরে নিউ হাজী ফার্নিচার নামে একটি দোকান ছিলো তার ।

মমিন বলেন, জমি-জমা বিক্রি করে এ দোকান দিয়েছিলাম। পুরো দোকান পুড়ে গেছে। এখন আমার ভিক্ষা করা ছাড়া উপায় নেই।

ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, মার্কেটটি দুই অংশে বিভক্ত। এর মধ্যে এক অংশে কাঁচাবাজার, অন্য অংশে ফার্নিচার  ও কসমেটিকসের দোকান রয়েছে।

এদিকে আগুন নেভাতে প্রায় ৫ ঘণ্টার বেশি সময় ধরে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট কাজ করেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি।

**গুলশান ডিসিসি মার্কেটে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৭ ইউনিট

বাংলাদেশ সময়: ০৭২৫ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৭
এমসি/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।