জেলা পুলিশের নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বরত আব্দুর রশিদ জানান, এমপি হত্যার পর থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত মোট ৩৫ জনক আটক করা হয়েছে। এর মধ্যে মামলা দায়ের করার পর ১৭ জন ও মামলার আগে ১৮ জনকে আটক করা হয়।
তবে তিনি আটক কারো নাম-পরিচয় জানাতে পারেননি।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান জানান, আটক ব্যক্তিদের পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
রোববার রাতে লিটনের বড় বোন তাহমিদা বুলবুল কাকলী বাদী হয়ে অজ্ঞাতনামা চার-পাঁচজনকে আসামি করে সুদরগঞ্জ থানায় মামলা করেন। মামলা নম্বর ১/০১.১৭।
শনিবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নে শাহবাজ এলাকায় নিজ বাড়িতে আততায়ীর গুলিতে আহত হন এমপি লিটন। গুরুতর অবস্থায় লিটনকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে নেওয়ার পর সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে চিকিৎসক অধ্যাপক ডা. বিমল কুমার তাকে মৃত ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ০৯৫৯ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৭
এসআই