ঢাকা, বৃহস্পতিবার, ১৬ শ্রাবণ ১৪৩২, ৩১ জুলাই ২০২৫, ০৫ সফর ১৪৪৭

জাতীয়

ভূমিকম্পে কুমিল্লা সিটি মার্কেটে ফাটল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৫২, জানুয়ারি ৩, ২০১৭
ভূমিকম্পে কুমিল্লা সিটি মার্কেটে ফাটল ভূমিকম্পে কুমিল্লা সিটি মার্কেটে ফাটল

কুমিল্লা: ভূমিকম্পে কুমিল্লার কান্দিরপাড় এলাকার সিটি মার্কেটে ফাটল দেখা দিয়েছে।

মঙ্গলবার (০৩ ডিসেম্বর) বিকেলে ভূমিকম্প অনুভূত হওয়ার পর থেকে এ ফাটল সৃষ্টি হয় বলে জানান স্থানীয়রা।

ভূমিকম্পে সিটি মার্কেট ব্যতীত আর কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিলো ত্রিপুরার আগরতলার কাছে আম্বাসা থেকে ১৯ কিলোমিটার উত্তর-পূর্বে। রিখটার স্কেলে এর মাত্রা ৫.৫ ও গভীরতা ছিলো ৩৬.১ কিলোমিটার। বেশ কয়েক সেকেন্ড স্থায়ী এ ভূকম্পনের পর আরও কয়েকটি প্রতিঘাত টের পাওয়া যায়।

বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৭
এনটি/এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।