তিনি ২০০০ সালের ০৫ জানুয়ারি ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে পরলোকগমন করেন।
স্বর্গীয় অর্দ্ধেন্দু শেখর রায় ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সমবায় বিভাগের কর্মকর্তা থাকাকালে পাকিস্তান সরকারের প্রতি বিদ্রোহ করে স্বাধীন বাংলা বিপ্লবী সরকারের আনুগত্য প্রকাশ করেন।
কর্মজীবনে তিনি সমবায় বিভাগের রাজশাহী বিভাগীয় উপ-নিবন্ধক(আইন ও বিচার) হিসেবে অবসর নেন।
তার ছয় পুত্রের অন্য তিনজন অ্যাডভোকেট অনিমেষ রায় ও অ্যাডভোকেট অলোকেশ রায় ফরিদপুরের এপিপি এবং অপরেশ রায় অপু ফরিদপুর সানরাইজ প্রি-ক্যাডেট স্কুল অ্যান্ড কোচিং সেন্টারের অধ্যক্ষ-পরিচালক।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্বর্গীয়ের কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার এক্তারপুরের নিজ গ্রামের বাড়ি এবং ফরিদপুর শহরের ঝিলটুলীর নিজ বাসভবনে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৭
এএসআর