ঢাকা: রাজধানীর ইডেন কলেজের পেছনে চলন্ত লেগুনায় গুলির ঘটনা ঘটেছে। এতে কামাল হোসেন (৪০) নামে এক লেগুনার যাত্রী গুলিবিদ্ধ হয়েছেন।
বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ কামাল ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নিতে এসে সাংবাদিকদের জানান, তিনি গাউছিয়া মার্কেটের বিনিময় গার্মেন্টসের কর্মচারী।
গুলিস্থান থেকে লেগুনা করে নিউমার্কেটে যাওয়ার সময় ইডেন কলেজের পেছনে পৌঁছালে আকস্মিকভাবে তার গায়ে গুলি এসে লাগে। কে বা কারা গুলি চালায় তার তিনি বুঝে উঠতে পারেননি।
চিকিৎসকদের বরাত দিয়ে ঢামেক পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বাংলানিউজকে জানান, কামালের এক্স-রে রিপোর্টে গুলির চিহ্ন দেখা যায়। তিনি বর্তমানে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন।
বাংলাদেশ সময়: ২২০৮ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১৭
এজেডএস/আরআইএস/টিআই
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।