ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নিরাপদ খাদ্য আইন বাস্তবায়ন ও নতুন পদ চায় এসআইডব্লিউএবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৮ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১৭
নিরাপদ খাদ্য আইন বাস্তবায়ন ও নতুন পদ চায় এসআইডব্লিউএবি এসআইডব্লিউএবি‘র মানববন্ধন- ছবি: কাশেম হারুন

ঢাকা: স্যানিটারি ইন্সপেক্টরশিপ ডিগ্রিধারীদের (এসআইটি) নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অধীনে অন্তর্ভুক্ত করে নিরাপদ খাদ্য আইন-২০১৩ বাস্তবায়ন ও স্বাস্থ্য অধিদফতর প্রস্তাবিত স্যানিটারি ইন্সপেক্টরের ৮০৪টি নতুন পদ সৃষ্টির দাবি জানিয়েছে স্যানিটারি ইন্সপেক্টরশিপ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশেন অব বাংলাদেশ (এসআইডব্লিউএবি)।

শুক্রবার (০৬ জানুয়ারি) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এসআইটিদের দিয়ে নিরাপদ খাদ্য আইন বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করে সংগঠনটি।
মানববন্ধনে বক্তারা বলেন, স্বাস্থ্য বিভাগের অধীনে উপজেলা পর্যায়ে প্রায় ৯০ বছর আগে গঠিত একজন স্যানিটারি ইন্সপেক্টর দিয়ে খাদ্যে ভেজাল প্রতিরোধ করা অসম্ভব।

প্রতি উপজেলায় একাধিক স্যানিটারি ইন্সপেক্টরের পদ সৃষ্টিসহ ৮০৪টি নতুন পদ সৃষ্টির দাবি জানান তারা।

দেশের একমাত্র প্রশিক্ষিত ও দক্ষ জনবল স্যানিটারি ইন্সপেক্টরদের বাদ দিয়ে বাস্তবেই খাদ্যে ভেজাল প্রতিরোধের কাজ সম্ভব নয় বলেও মন্তব্য করেন বক্তারা।

বক্তারা আরও বলেন, বর্তমানে দেশের ৭টি সরকারি ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি থেকে ফুড সেফটির ওপর ৩ বছরের কোর্স সম্পন্ন করেছেন প্রায় ১ হাজার ৫শ’ জন এবং এসব প্রতিষ্ঠান থেকে প্রতি বছর ৩৫০ জন পাস করে বের হচ্ছেন। এসব জনবলকে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অধীনে পদায়ন করে নিরাপদ খাদ্য আইন বাস্তবায়নের দাবি জানান তারা।

আয়োজক সংগঠনের সভাপতি মনির হোসেন ভূঁইয়ার নেতৃত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন- সিনিয়র সহ সভাপতি মজিবুর রহমান উজ্জ্বল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সামসুল ইসলাম রমিজ, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম জিয়া প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৭
এমএইচকে/জিপি/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।