ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নিহত জঙ্গি মারজান ও তার সহযোগীর ময়নাতদন্ত শুরু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০৪ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৭
নিহত জঙ্গি মারজান ও তার সহযোগীর ময়নাতদন্ত শুরু বন্দুকযুদ্ধে নিহত জঙ্গি নুরুল ইসলাম মারজান ও তার সহযোগী সাদ্দাম/ছবি-বাংলানিউজ

ঢাকা: রায়েরবাজার বেঁড়িবাধ এলাকায় বন্দুকযুদ্ধে’ নিহত জঙ্গি নুরুল ইসলাম মারজান ও তার সহযোগী সাদ্দাম হোসেনের মরদেহের ময়নাতদন্ত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে শুরু হয়েছে।

শনিবার (০৭ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় ঢামেক হাসপাতালের ফরেনসিক বিভাগের বিভাগীয় প্রধান ডা. সোহেল মাহমুদ বাংলানিউজকে বিষয়টি জানান।

এর আগে বৃহস্পতিবার (০৫ জানুয়ারি) দিনগত রাতে রাজধানীর রায়েরবাজার বেড়িবাঁধের কাছে ডিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিটের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ওই দুই নিহত হয়।

পরে দু’জনের মরদেহ ঢামেক মর্গে নেওয়‍া হয়।

বাংলাদেশ সময়: ১১০২ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৭

এজেডএস/এএটি/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।