শনিবার ( জানুয়ারি ৭) বেলা ১১টা ১৫ মিনিটে হাসপাতালের কেবিন ব্লকের নিচতলায় এ আগুনের সূত্রপাত ঘটে বলে বাংলানিউজকে জানান, ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার পলাশ চন্দ্র। খবর পেয়ে ফায়ার সার্ভিস সদর দফতরের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনে।
ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল জলিল জানান, হাসপাতালের কেবিন ব্লকের আন্ডারগ্রাউন্ডে রোগীদের জন্য রাখা বড় একটি ভ্যাকুয়া মেশিনের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।
এদিকে আগুনের ঘটনায় হাসপাতালে আতঙ্ক ছড়িয়ে পড়ে। রোগী ও স্বজনরা নিচে ছুটে আসেন। সংবাদ পেয়ে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল হারুন সহ অন্যান্য কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান। বর্তমানে আগুন নিভে গেছে। হাসপাতালের পরিস্থিতি স্বাভাবিক।
বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৬
এজেডএস/আরআই