ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সুন্দরবন রক্ষার দাবিতে বগুড়ায় মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১০ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৭
সুন্দরবন রক্ষার দাবিতে বগুড়ায় মানববন্ধন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট ও বিজ্ঞান আন্দোলন মঞ্চের মানববন্ধন কর্মসূচি- ছবি: আরিফ জাহান

বগুড়া: সুন্দরবন রক্ষার দাবিতে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে বগুড়ায় মানববন্ধন করেছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট ও বিজ্ঞান আন্দোলন মঞ্চ। শনিবার (৭ জানুয়ারি) দুপুরে এ কর্মসূচি পালন করা হয়।

এতে জেলা ছাত্রফ্রন্টের সভাপতি রাধা রানী বর্মনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাসদের জেলা শাখার আহ্বায়ক সাইফুল ইসলাম পল্টু, সদস্য সচিব সাইফুজ্জামান টুটুল, সাধারণ সম্পাদক মুসুকুর রহমান, সাংগঠনিক সম্পাদক ধনঞ্জয়, দপ্তর সম্পাদক ওসমান গণি মুন, আব্দুল মোমিন প্রমুখ।
 
বক্তারা বলেন, বিদ্যুৎ কেন্দ্রের বিকল্প রয়েছে।

কিন্তু সুন্দরবনের কোনো বিকল্প নেই। এ ধরনের বন সৃষ্টি করা যায় না। আর তাই ধ্বংস করারও কোনো সুযোগ নেই।  

এ সময় সুন্দরবন রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বক্তারা।  
 
বাংলাদেশ সময়: ১৪৫৯ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৭
এমবিএইচ/এসআরএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।