এর আগে ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে ভোর ৬টা থেকে সেতুর উপর দিয়ে যান চলাচল বন্ধ করে দেয় সেতু কর্তৃপক্ষ। ফলে সেতুর পশ্চিমপাড় থেকে নলকা পর্যন্ত প্রায় ১৪ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।
সকাল ৭টার দিকে বঙ্গবন্ধু সেতু পারাপারে যানবাহন চলাচল শুরু হলেও ধীর গতিতে চলে যানবানহন। এ কারণে দুপুর পর্যন্ত থেমে থেমে যানজট চলছিল।
অপরদিকে বঙ্গবন্ধু সেতুর ওজন স্টেশনে জটিলতা থাকায় বেলা সাড়ে ১১টা পর্যন্ত পণ্যবাহী ট্রাকগুলো দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ছিল।
নাম প্রকাশ না করার শর্তে বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষের সিকিউরিটি বিভাগের এক কর্মকর্তা জানান, সেতুর টোলপ্লাজা থেকে যান চলাচল বন্ধ করে দেওয়ায় যানজটের সৃষ্টি হয়েছিল। এ কারণে ওজন স্টেশনেও পণ্যবাহী ট্রাকগুলো দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ছিল। তবে দুপুরের পর থেকে সবকিছুই স্বাভাবিক হয়।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার সহকারী উপ-পরিদর্শক ফেরদৌস আহম্মেদ জানান, ঘন কুয়াশার কারণে বঙ্গবন্ধু সেতুর যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল। পরে যানবাহন চলাচল শুরু হলেও গতি অনেক ধীরে ছিল। এতে সকালে তীব্র যানজটের সৃষ্টি হয়। দুপুরের পর থেকে সেতুর উপর দিয়ে স্বাভাবিক গতিতে যান চলাচল করছে।
বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৭
আরএ