ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

খানসামায় পুলিশ-এলাকাবাসীর মধ্যে সংঘর্ষে আহত ৫, আটক ১২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০২ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৭
খানসামায় পুলিশ-এলাকাবাসীর মধ্যে সংঘর্ষে আহত ৫, আটক ১২

দিনাজপুর: দিনাজপুরের খানসামা ডিগ্রি কলেজ জাতীয়করণের দাবিতে ডাকা হরতালে পুলিশ ও অন্দোলনকারী এলাকাবাসীর মধ্যে সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন।  এ ঘটনায় ১২ জনকে আটক করা হয়েছে।

রোববার (০৮ জানুয়ারি) দুপুর পৌনে ১২টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

দিনাজপুর খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন বাংলানিউজকে জানান, খানসামা ডিগ্রি কলেজ জাতীয়করণের দাবিতে আন্দোলনকারী এলাকাবাসীর সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে।

এতে পাঁচজন আহত হন। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ফাঁকাগুলি নিক্ষেপ করে। পরে ঘটনাস্থল থেকে ১২ জন আন্দোলনকারীকে আটক করা হয়।

এর আগে শনিবার (০৭ জানুয়ারি) রাতে পাঁচ অন্দোলনকারীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- ছাত্রলীগের সদস্য রাকেশ কুমার গুহ, বাংলাদেশ আওয়ামী লীগের মো. আব্দুল লতিফ রানা, বাংলাদেশ আওয়ামী লীগের মো. রফিকুল ইসলাম, ছাত্রলীগের সোলজার ও বিএনপির কৃষক দলের উপজেলা সভাপতি আতাউর রহমান।

বাংলাদেশ সময়: ১৬০১ ঘণ্টা, ডিসম্বের ০৮, ২০১৭
এনটি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।