ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সবুজ বেষ্টনী ঘেরা ডাম্পিং স্টেশনে স্বস্তি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৪ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৭
সবুজ বেষ্টনী ঘেরা ডাম্পিং স্টেশনে স্বস্তি খামারবাড়ি ডাম্পিং স্টেশন/ছবি: শাকিল আহমেদ

ঢাকা: কিছুদিন আগেও এই এলাকা দিয়ে দুর্গন্ধে হাঁটাচলা করা দায় ছিল। চারপাশে ছড়িয়ে-ছিটিয়ে থাকতো আবর্জনা। পরিবেশ দূষণ ছিল মারাত্মক পর্যায়ে। তবে এখনকার অবস্থা সম্পূর্ণ ভিন্ন। রাস্তা দিয়ে চলার সময় আর নাক চেপে যেতে হচ্ছে না। যেখানে সেখানে পড়ে নেই আবর্জনা। ডাম্পিং স্টেশনের চারপাশে লাগানো হয়েছে নানা প্রজাতির গাছ।

রাজধানীর খামারবাড়ি এলাকায় কথাগুলো বলছিলেন আকবর আলী (৪৫) নামে এক ব্যবসায়ী।

নগরবাসীকে পরিচ্ছন্ন ও সবুজ রাজধানী উপহার দিতে খামারবাড়ির ডাম্পিং স্টেশনের চারপাশে লাগানো হয়েছে গাছ।

সরিয়ে ফেলা হয়েছে চারপাশের আবর্জনার স্তূপ। ঢাকা উত্তর সিটি করপোরেশনের পক্ষ থেকে নেওয়া হয়েছে এ উদ্যোগ।  
 
সরেজমিন ঘুরে দেখা যায়, পথচারীরা এখন স্বস্তির নিঃশ্বাস ফেলছেন। কাউকে আর দুর্গন্ধে মুখ চেপে পথ চলতে হচ্ছে না। ডাম্পিং স্টেশনের আশপাশে নানা প্রজাতির গাছ লাগানো হয়েছে।
ডাম্পিং স্টেশনের চারপাশে লাগানো হয়েছে নানা প্রজাতির গাছ।
পরিচ্ছন্ন নগরী গড়তে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলের পক্ষ থেকে গাছ লাগানোর কার্যক্রম শুরু হয়। পরিবেশ রক্ষা ও দুর্গন্ধ থেকে মুক্তি পেতেই সরকার এমন উদ্যোগ নিয়েছেন বলে জানান বর্জ্য ব্যবস্থপনার অফিস সহকারী মো. বাবুল।

বর্জ্য ব্যবস্থপনা অফিস সূত্রে জানা যায়, ফার্মগেট, পূর্ব রাজাবাজার, পশ্চিম রাজাবাজার, বউবাজার ও মণিপুরী পাড়া থেকেই মূলত আবর্জনা এখানে এসে জমা হয়। পাঁচজন সরকারি কর্মচারীর পাশাপাশি বেসরকারি প্রায় ১২০ জনের মতো এ কাজের সঙ্গে সংশ্লিষ্ট।

এ কাজে সার্বিক দ্বায়িত্বে থাকা ২৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ফরিদুল রহমান খান ইরান বাংলানিউজকে বলেন, আমরা পরিবেশ সুন্দর করার লক্ষ্যে কাজ শুরু করেছি। শুধু ডাম্পিং স্টেশন নয়, পুরো শহরকে সবুজ করতে আমরা এ কাজ করে যাব।
 
বাংলাদশে সময়: ১৫৫৩ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৭
এসটি/আরআর/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।