ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগোযোগ সচল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৪ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৭
ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগোযোগ সচল ঢাকা-উত্তরবঙ্গে রেল চলাচল শুরু

টাঙ্গাইল: ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগোযোগ সচল হয়েছে। রোববার (৮ জানুয়ারি) বিকেল সোয়া ৩টার দিকে এ রুটে রেল যোগাযোগ সচল হয়।

এর আগে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার গোয়ালবাথান রেলক্রসিং এলাকায় ঢাকা থেকে কলকাতাগামী মৈত্রী এক্সপ্রেস ট্রেনের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষ হয়। এ ঘটনায় একই পরিবারের চারজনসহ মোট পাঁচজন মারা যায়।

এসময় মৈত্রী এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। ফলে বন্ধ হয়ে যায় ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগোযোগ।

বিষয়টি নিশ্চিত করে টাঙ্গাইলের ঘারিন্দা রেল স্টেশনের সহকারী স্টেশন মাস্টার ইসমাইল হোসেন বাংলানিউজকে জানান, ঢাকা থেকে উদ্ধারকারী ট্রেন এসে লাইনচ্যুত বগি উদ্ধার করলে ওই রুটে ট্রেন চলাচল সচল হয়।

তবে কালিহাতী উপজেলায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী চট্টগ্রাম ৩৭ আপ ট্রেনের ইঞ্জিনসহ লাইনচ্যুত ২টি বগি এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। ফলে জামালপুর-সরিষাবাড়ী রুটে ট্রেন চলাচল এখনো বন্ধ রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।