নানা আয়োজনে খাগড়াছড়িতে তিন দিনব্যাপী উন্নয়ন মেলা শুরু-ছবি: বাংলানিউজ
খাগড়াছড়ি: সরকারের নানামুখী কার্যক্রমের তথ্য বিবরণী সবার সামনে তুলে ধরার লক্ষ্যে খাগড়াছড়িতে তিন দিনব্যাপী উন্নয়ন মেলা শুরু হয়েছে। সোমবার (৯ জানুয়ারি) বিকেলে মেলার উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা। পরে মেলা উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
খাগড়াছড়ি জেলা প্রশাসন আয়োজিত সভায় উপস্থিত ছিলেন-জেলা প্রশাসক মো. ওয়াহিদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছ উদ্দিন ও জেলা পরিষদ সদস্য মংক্যচিং চৌধুরী।
এর আগে মেলা উপলক্ষে শহরে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাউন হল মেলা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
মেলাতে সরকারি বিভিন্ন দপ্তরের ৪২টি স্টল রয়েছে। মেলা চলবে ১১ জানুয়ারি পর্যন্ত।
বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৭
আরবি/
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।