ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

অষ্টম বর্ষে কালের কণ্ঠ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৮ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৭
অষ্টম বর্ষে কালের কণ্ঠ কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান

ঢাকা: অষ্টম বর্ষে পর্দাপণ করলো দেশের অন্যতম বাংলা দৈনিক কালের কণ্ঠ। অগণিত পাঠকের আস্থা অর্জনের মধ্য দিয়ে দৈনিকটি সাফল্যের সঙ্গে সাত বছর পার করেছে।

সোমবার (০৯ জানুয়ারি) বারিধারার বসুন্ধরা আবাসিক এলাকায় পত্রিকাটির সম্মেলন কক্ষে কেক কেটে অষ্টম বর্ষে পর্দাপণ উদযাপন করা হয়।

বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

জনপ্রিয় এ দৈনিকটি সফলতার সঙ্গে সাত বছর পার করেছে উল্লেখ করে আগামী দিনগুলোতেও কালের কণ্ঠের সফলতা কামনা করেন তিনি।

অনুষ্ঠানে বাংলানিউজটোয়েন্টিফোর.কমের এডিটর ইন চিফ আলমগীর হোসেন, কালের কণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন, বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম ও ডেইলি সানের সম্পাদক আমির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

আংশিক নয়, পুরো সত্য' স্লোগানে ২০১০ সালের ১০ জানুয়ারি আত্মপ্রকাশ করে দৈনিক কালের কণ্ঠ।

বাংলাদেশ সময়: ১৯২১ জানুয়ারি ০৯, ২০১৬
জেপি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।