পদযাত্রাটি মিরপুরের সেকসন ১১ ব্লক সি এর ১১ নং রোড থেকে শুরু হয়ে পুলিশি বাধার মুখে মিরপুর ১০ নম্বর গোল চত্বরে এসে শেষ হয়ে যায়।
উর্দু স্পিকিং পিপলস ইউথ রিহ্যাবিলিটেশন মুভমেন্ট এর সভাপতি মো. সাদাকাত খান ফাক্কা বলেন, সকল উর্দুভাষী ক্যাম্পবাসীদের পুনর্বাসনের আগে ক্যাম্প উচ্ছেদের চক্রান্তের বিরুদ্ধে আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করি।
স্বাধীনতার পর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকা শহরের বিভিন্ন স্থান থেকে উর্দুভাষীদের একত্রিত করে মিরপুর ১০,১১ এবং ১২ নম্বর সেকসনে খালি জায়গার উপর ক্যাম্প করে দেন। আমাদের এসব এলাকা থেকে উচ্ছেদের জন্য চক্রান্ত করা হচ্ছে।
সাধারণ সম্পাদক শাহিদ আলী বাবলু বলেন, পথযাত্রা পুলিশি বাধার মুখে শেষ হলেও আমরা আমাদের দাবি জানাতে এখান থেকে প্রথমে স্পিকার বরাবর এবং পরে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেব। তিনি বলেন, আমাদের পুনর্বাসনের জন্য মহান সংসদে একটি বিল পাশের দাবি জানাচ্ছি।
বাংলাদেশ সময়: ১৩৪৮ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৬
কেজেড/আরআই