ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শাবিপ্রবি গ্রিন এক্সপ্লোর সোসাইটির ৫ম বর্ষপূর্তি উদযাপন

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫১ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৭
শাবিপ্রবি গ্রিন এক্সপ্লোর সোসাইটির ৫ম বর্ষপূর্তি উদযাপন শাবিপ্রবি গ্রিন এক্সপ্লোর সোসাইটির ৫ম বর্ষপূর্তি উদযাপন- ছবি: বাংলানিউজ

সিলেট (শাবিপ্রবি): শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে বিশ্ববিদ্যালয়ের একমাত্র পরিবেশবাদী সংগঠন গ্রিন এক্সপ্লোর সোসাইটি।

বুধবার (১১ জানুয়ারি) দুপুর ২টার দিকে শাবিপ্রবি কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে কেক কাটার মাধ্যমে শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির প্রধান উপদেষ্টা অধ্যাপক আমিনা পারভীন, পুরকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. শহীদুর রহমান, সৌরভ দাস, নুসরাত ইসলাম প্রমুখ।

পরে সন্ধ্যা ৬টায় ফানুস উৎসবের মাধ্যমে অনুষ্ঠানের শেষ করা হয়।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৭
এসআরএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।