সেখানে ফিতা কেটে ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে মেলার উদ্বোধন করেন ঝিনাইদহের জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার।
সেসময় উপস্থিত ছিলেন-ঝিনাইদহের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আবু ইউসুফ মোহাম্মদ রেজাউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুর রউফ মণ্ডল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আছাদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খোদেজা খাতুন, প্রেসক্লাবের সভাপতি এম রায়হান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শাহ মোহাম্মদ আকরামুল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) উসমান গনি, এনডিসি মিজাবে রহমত, নির্বাহী ম্যাজিস্ট্রেট মেজবাউল করিম, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী রশিদুল আলম, জেলা পরিসংখ্যান অফিসের উপ-পরিচালক রফিকুল ইসলাম, জেলা ক্রীড়া অফিসার সুমন কুমার মিত্র।
মেলায় বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানের ৬০টি স্টল স্থান পেয়েছে। মেলা শেষ হবে শনিবার।
বাংলাদেশ সময়: ১৪১১ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৭
আরএ