বৃহস্পতিবার (১২ জানুয়ারি) দুপুরে মানিকগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আল মাহমুদ ফায়জুল কবীরের আদালতে ওই দিন দুর্ঘটনা কবলিত চুয়াডাঙ্গা ডিলাক্স বাসের দুই যাত্রী সাফাই সাক্ষী দেন।
এরা হচ্ছেন-চুয়াডাঙ্গা ডিগ্রি কলেজের শিক্ষক নাসরিন আশরাফি ও চুয়াডাঙ্গা আরামপাড়া গ্রামের শাহ নেওয়াজ রুবেল।
এসময় রাষ্ট্রপক্ষে আইনজীবী আফসারুল মনি তাদের জেরা করেন। এর পর আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা তৎকালিন ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জব্দ তালিকায় সাক্ষ্য দেন।
সাফাই সাক্ষীর বাকী দুইজন আদালতে উপস্থিত থাকলেও তাদের সাক্ষ্য হয়নি। এরা হচ্ছেন-চুয়াডাঙ্গার দৌলতদিয়া দক্ষিণপাড়ার হিরন শেখ ও চুয়াডাঙ্গার দশমী গ্রামের মাহাবুব হুদা।
গত বছর ২৮ নভেম্বর বাদীপক্ষের ২৪ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হলে আসামি আদালতে নিজেকে নির্দোষ দাবি করে সাফাই সাক্ষীর আবেদন করেন। চলতি বছর ৫ জানুয়ারি আদালত আসামির আবেদনের প্রেক্ষিতে সাফাই সাক্ষীর আবেদন মঞ্জুর করেন।
২০১১ সালে ১৩ আগস্ট মানিকগঞ্জে ঢাকা আরিচা মহাসড়কের জোকা এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্রকার তারেক মাসুদ ও এটিএন নিউজের সিইও মিশুক মুনীরসহ পাঁচজন নিহত হয়।
বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৭
আরএ