বৃহস্পতিবার (১২ জানুয়ারি) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) বগুড়া জেলা শাখার সভাপতি ডা. সামির হোসেন মিশুর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক (ডিসি) মো. আশরাফ উদ্দিন।
এছাড়া সভায় বক্তব্য রাখেন- সংগঠনের সহ-সভাপতি আব্দুল মান্নান, মাহফুজ আরা নিভা, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, অ্যাডভোকেট শাহজাদী লায়লা, মুস্তাফিজ বিল্লাহ, ফারুখ আকবর, আনোয়ারুল ইসলাম বাচ্চু প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, দেশের প্রাকৃতিক পরিবেশের অবক্ষয় রোধ ও এরই মধ্যে পরিবেশের যে ক্ষতি সাধিত হয়েছে তা পূরণে উদ্যোগ গ্রহণ করতে হবে। পরিবেশের বিভিন্ন ক্ষেত্রে দৃষ্টি দিয়ে পরিবেশ রক্ষায় ব্যাপক সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। পাশাপাশি করতোয়া নদী রক্ষায় সবাইকে একযোগে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।
বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৭
এমবিএইচ/জিপি/আরআই