ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সব দরিদ্র পরিবার পাবে স্বাস্থ্যকার্ড

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৩ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৭
সব দরিদ্র পরিবার পাবে স্বাস্থ্যকার্ড প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: সংগৃহীত

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শিগগিরি দারিদ্র্যসীমার নিচে বসবাসকারি ১ লাখ পরিবারের মধ্যে স্বাস্থ্যকার্ড বিতরণ করা হবে। পর্যায়ক্রমে এই কার্ড বিতরণ করা হবে।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে জাতির উদ্দেশে ভাষণে এ কথা বলেন। আওয়ামী লীগের টানা দ্বিতীয় মেয়াদের সরকারের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে এ ভাষণ দেন শেখ হাসিনা।

তিনি বলেন, আমরা স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ১৬ হাজার ৪৩৮টি কমিউনিটি ক্লিনিক ও ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র স্থাপন করেছি। দরিদ্র্য মানুষরা বিনামূল্যে ৩০ পদের ওষুধ দেওয়া পাচ্ছে।

শুধু তাই নয়, ৬৪টি জেলা হাসপাতাল ও ৪২১টি উপজেলা হাসপাতাল থেকে মোবাইল ফোনের মাধ্যমে চিকিৎসা পরামর্শ দেওয়া হচ্ছে, যোগ করেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, আমরা একটি যুগোপযোগী স্বাস্থ্যনীতি প্রণয়ন করেছি। ৮ বছরে ১২ হাজার ৭২৮ জন সহকারী সার্জন, ১১৮জন ডেন্টাল সার্জন, মাঠ পর্যায়ে ১৩ হাজার স্বাস্থ্যকর্মী ও প্রায় সাড়ে ১২ হাজার নার্স নিয়োগ দেওয়া হয়েছে। ৩ হাজার মিডওয়াইফারি পদ সৃষ্টি করা হয়েছে। দেশের প্রায় সব শিশুকে টিকাদান কর্মসূচি, সব মানুষকে নিরাপদ পানি সরবরাহ এবং স্যানিটেশনের আওতায় আনা হয়েছে। মাতৃমৃত্যু প্রতি হাজারে ১.৮ জনে এবং শিশু মৃত্যু ২৯ জনে হ্রাস পেয়েছে।

আমার কন্যা সায়মা ওয়াজেদ হোসেনের ঐকান্তিক আগ্রহ এবং নিরলস প্রচেষ্টায় অটিজমের মতো মানবিক স্বাস্থ্য সমস্যাটি বিশ্বসমাজের দৃষ্টিতে আনা সম্ভব হয়েছে। অটিস্টিক শিশুদের সুরক্ষায় ২২টি সরকারি ও বেসরকারি হাসপাতালে শিশু বিকাশ কেন্দ্র প্রতিষ্ঠা করা হয়েছে, বলেন প্রধানমন্ত্রী।

বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৭
এটি/এইচএ

আরও পড়ুন
** প্রতি জেলায় একটি করে সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়
** সামাজিক নিরাপত্তা বেষ্টনীতে আরও ১৪২টি কর্মসূচি
** অগ্রগতির সূচকে শীর্ষ ৫ দেশের একটি বাংলাদেশ
** প্রত্যাশা পূরণ করতে পেরেছি কিনা, সে ভার আপনাদের ওপর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।