বৃহস্পতিবার (১২ জানুয়ারি) বিকেল ৪টার দিকে পতাকা বৈঠক শেষে শংকুচাইল সীমান্ত দিয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে তার মরদেহ হস্তান্তর করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা।
এর আগে বুধবার ভোরে শংকুচাইল সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার নম্বর ২০৬৩ সংলগ্ন নো-ম্যানস ল্যান্ডের কাছে ভারতের জনগণ ডাকাত সন্দেহে জসিমকে পিটুনিতে দিলে তিনি গুরুতর আহত হন।
পরে বিকেল ৪টায় শংকুচাইল সীমান্তে কোম্পানি কমান্ডার পর্যায়ে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক হয়। এসময় তার মরদেহ বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ।
নিহত জসিম উদ্দিন পাশের জেলা নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলীপুর গ্রামের ইব্রাহিমের ছেলে।
তার ছোট ভাই নুরে আলম জানান, বিজিবি জসিমের মরদেহ তাদের কাছে হস্তান্তর করেছে।
বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৭
এসআই