প্রধানমন্ত্রী কার্যালয় সূত্র বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছে।
এ সম্মেলনে যোগদান শেষে আগামী ২০ জানুয়ারি প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা।
প্রধানমন্ত্রীর সফরের বিস্তারিত জানাতে রোববার (১৫ জানুয়ারি) বেলা ১১টায় সংবাদ সম্মেলনের আয়োজন করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এবারের ডব্লিউইএফ’র বার্ষিক সভার মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘প্রক্রিয়াশীল ও জবাবদিহিমূলক নেতৃত্ব’।
ভবিষ্যত চ্যালেঞ্জ মোকাবেলা, বিশ্বকে সামনে এগিয়ে নিতে নিজ নিজ অভিজ্ঞতা ও পরিকল্পনা তুলে ধরবেন বিশ্ব নেতারা। আলোচনায় আসবে আঞ্চলিক উন্নয়ন, শিল্পায়ন ও তথ্য-প্রযুক্তির বিকাশও।
সূত্র জানায়, ডব্লিউইএফ’র বৈঠকের বেশ কয়েকটি সেশনে বক্তৃতা দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসব বক্তৃতায় বাংলাদেশের ধারাবাহিক প্রবৃদ্ধিসহ উন্নয়ন ও সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের সাফল্যের বিভিন্ন দিক তুলে ধরবেন তিনি।
বাংলাদেশ সময়: ২০১৮ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৭
জেপি/এএ