ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে পুলিশসহ আহত শতাধিক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২১ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৭
হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে পুলিশসহ আহত শতাধিক হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে পুলিশসহ আহত শতাধিক-ছবি: বাংলানিউজ

হবিগঞ্জ: হবিগঞ্জ সদর উপজেলার রিচি গ্রামে জমিতে পানি সেচ দেওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে পুলিশসহ শতাধিক লোক আহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) দুপুর ১টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত দফায় দফায় এ সংঘর্ষ হয়।

গুরুতর আহত ও গুলিবিদ্ধসহ ৪০ জনকে প্রথমে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ১০ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, জমিতে পানি সেচ দেওয়াকে কেন্দ্র করে দুপুরে রিচি গ্রামের দিদার মাস্টার ও সমছু মিয়ার লোকজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রায় শতাধিক রাউন্ড রাবার বুলেট ও টিয়ার সেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিনুল হক বাংলানিউজকে জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ফের সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।

বাংলাদেশ সময়: ২০১৯ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।