ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

জাজিরায় দু’পক্ষের সংঘর্ষে আহত ১০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৬ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৭
জাজিরায় দু’পক্ষের সংঘর্ষে আহত ১০

শরীয়তপুর: শরীয়তপুরের জাজিরা উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হয়েছে।

বুধবার (০৬ ডিসেম্বর) সকালে জাজিরা উপজেলার সেনেরচর ইউনিয়নের হাওলাদার কান্দি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।  

আহতরা হলেন- রহমান হাওলাদার (৩৫), আক্তার হাওলাদার (৩৬), মজনু হাওলাদার (৪০), আমজাদ হাওলাদার (৩৫), জামাল হাওলাদার (৫০), রাজিব হাওলাদার (১৬), আকবর হাওলাদার (৩৫), লাভলু হাওলাদার (৩২), দানেশ হাওলাদার (৩৫) ও আমজেদ হাওলাদার (২৫)।

তাদের শরীয়তপুর সদর হাসপাতাল ও জাজিরা উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, সেনেরচর ইউনিয়নের ১নং ওয়ার্ডের বর্তমান মেম্বার দুলাল হাওলাদার ও সাবেক মেম্বার সালাম হাওলাদারের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব রয়েছে। তাদের মধ্যে বর্তমানে একাধিক মামলা মোকদ্দমা চলছে।  
এর জের ধরে সকালে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের ১০ জন আহত হন।

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বাংলানিউজকে বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এখনও কোনো পক্ষ থানায় অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৪৩৪ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।