ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গাজীপুরে লিফট থেকে পড়ে নারী শ্রমিক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫১ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৭
গাজীপুরে লিফট থেকে পড়ে নারী শ্রমিক নিহত

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের (গাসিক) সাইনবোর্ড এলাকায় একটি কারখানার লিফট থেকে নিচে পড়ে হাসি (২০) নামে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। 

বুধবার (০৬ ডিসেম্বর) দুপুরে আলিজা ফ্যাশন লিমিটেড কারখানার পঞ্চমতলা থেকে নিচে নামার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত হাসি নীলফামারীর জলঢাকা উপজেলার মুয়ামারী এলাকার মমিনুর রহমানের মেয়ে।

 

শিল্প পুলিশ ও নিহতের সহকর্মীরা জানান, সাইনবোর্ড এলাকায় ওই কারখানার পঞ্চমতলা থেকে লিফটে নিচে নামতে চেয়েছিলেন হাসি। কারখানার লিফটি এনালগ। কলিং অনুযায়ী লিফটটি তখন দ্বিতীয়তলায় ছিলো। হাসি লিফটের কাছে এসে দরজা ফাঁক করে ভিতরে পা বাড়াতেই নিচে পড়ে যান।  

এতে গুরুতর আহত হন তিনি। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে তাৎক্ষণিক গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ (শতামেক)হাসপাতালে নিয়ে যাওয়া হয়।  

সেখানে কর্তব্যরত চিকিৎসক হাসিকে মৃত ঘোষণা করেন। নিহত হাসি ওই কারখানার সুইং সেকশনের হেলপার হিসেবে কাজ করতেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।  

বিষয়টি নিশ্চিত করে গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) আমিরুল আলম বাংলানিউজকে জানান, যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ওই কারখানায় পুলিশ মোতায়েন করা হয়েছে।  

শতামেক হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. প্রণয় ভূষণ দাস বাংলানিউজকে জানান, দুপুর দেড়টার দিকে হাসিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।  

বাংলাদেশ সময়: ১৭০৯ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৭     
আরএস/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।