ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মাগুরায় ট্রাকচাপায় স্কুলছাত্রী হত্যার অভিযোগ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫১ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৭
মাগুরায় ট্রাকচাপায় স্কুলছাত্রী হত্যার অভিযোগ

মাগুরা: মাগুরায় মিনু খাতুন (১২) নামে এক স্কুলছাত্রীকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে চালকের বিরুদ্ধে।

বুধবার (০৬ ডিসেম্বর) বিকেলে মাগুরা সদর উপজেলার মঘি ইউনিয়নের কামারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

মিনু শালিখা উপজেলার সর্বসাংধা গ্রামের শহর আলীর মেয়ে।

সে সদর উপজেলার লক্ষ্মীপুর গ্রামে ভগ্নিপতির বাড়ি থেকে স্থানীয় রাঘবদাইড় মাধ্যমিক বিদ্যালয়ে সপ্তম শ্রেণিতে পড়ালেখা করছিল।

মিনুর বান্ধবী ফাতেমার বরাত দিয়ে ভগ্নিপতি ইউসুফ আলী বাংলানিউজকে জানান, ক’দিন ধরে কামারপাড়া-অড়ুয়াপাড়া সড়ক নির্মাণ কাজ চলছে। নির্মাণ কাজের জন্য ট্রাকে করে বালু আনা হচ্ছে। স্কুলে যাতায়াতের পথে ক’দিন ধরে বালু টানা ট্রাকের এক চালক মিনুকে উত্ত্যক্ত করে আসছিল। বুধবার বিকেলে পরীক্ষা দিয়ে স্কুল থেকে বাড়ি ফেরার সময়ও ট্রাক নিয়ে চালক মিনুকে উত্ত্যক্ত করতে থাকে। একপর্যায়ে চলন্ত ট্রাক থেকে মিনুর চুল ধরে টান দেয় চালক। এসময় সে রাস্তার ওপর পড়ে গেলে ট্রাকের পেছনের চাকা তার মাথার উপর দিয়ে চলে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাগুরার অতিরিক্তি পুলিশ সুপার তারিকুল ইসলাম বাংলানিউজকে জানান, ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছেন।

বাংলাদেশ সময়: ২১২৭ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।