ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নওগাঁয় টেকসই উন্নয়নে দিনব্যাপী কর্মশালা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১২ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৭
নওগাঁয় টেকসই উন্নয়নে দিনব্যাপী কর্মশালা টেকসই উন্নয়নে দিনব্যাপী কর্মশালা

নওগাঁ: নওগাঁয় টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডি‌জি) অর্জ‌নে স্থানীয়করণ ব্য‌ক্তি খা‌তে বি‌নি‌য়োগ প‌রিকল্পনা এবং উ‌দ্যোক্তা সৃ‌ষ্টি ও দক্ষতা উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হ‌য়ে‌ছে।

শুক্রবার (৮ ডিসেম্বর) সকাল থেকে জেলা প্রশাস‌কের স‌ম্মেলন ক‌ক্ষে এ কর্মশালা শুরু হয়।

জেলা প্রসাশক ডা. মো. আমিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অ‌তি‌থি ছি‌লেন রাজশাহী বিভাগীয় ক‌মিশনার মো. নূর উর রহমান।

বি‌শেষ অ‌তি‌থি ছিলেন-পু‌লিশ সুপার মো. ইকবাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার রকিবুল আক্তার। এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ সাংবাদিক উপস্থিত ছিলেন।

কর্মশালায় টেকসই উন্নয়ন অর্জ‌নে ব্য‌ক্তি খা‌তে বি‌নি‌য়োগ প‌রিকল্পনা এবং উ‌দ্যোক্তা সৃ‌ষ্টি ও দক্ষতা উন্নয়নে বক্তারা আলোচনা করেন। সকাল থেকে শুরু হওয়া কর্মশালা বিকেলে শেষ হয়।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, ০৮ ডিসেম্বর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।