ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বান্দরবানে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসে র‌্যালি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫৭ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৭
বান্দরবানে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসে র‌্যালি আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসে র‌্যালি

বান্দরবান: আসুন দুর্নীতিবাজদের বিরুদ্ধে একতাবদ্ধ হই-এ প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০১৭।

শনিবার (০৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও দুর্নীতি দমন কমিশনের আয়োজনে জেলা প্রশাসন চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

র‌্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাব চত্বরে গিয়ে শেষ হয়।

এসময় র‌্যালিতে অংশ নেন জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক, অতিরিক্ত পুলিশ সুপার ইয়াছিন আরাফাত, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মুফিদুল আলম, সিভিল সার্জন ডা. অংসুই প্রু, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অংচ মং, মানবাধিকার নেত্রী ডনাইপ্রু নেলী প্রমুখ।

পরে প্রেসক্লাব চত্বরে ঘণ্টাব্যাপী মানববন্ধন এবং জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১০৫২ ঘণ্টা, ০৯ ডিসেম্বর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।