ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৫ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৭
ফরিদপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত 

ফরিদপুর: মানববন্ধন ও আলোচনা সভার মধ্য দিয়ে ফরিদপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। 

শনিবার (০৯ ডিসেম্বর) সকালে বেলুন ও পায়রা উড়িয়ে দিবসের উদ্বোধন করেন জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া।

দুনীতি দমন কমিশন (দুদক), ট্রান্সপারেন্সি ইন্টারন্যশনাল  বাংলাদেশ (টিআইবি) ও জেলা প্রশাসনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

পরে জেলা প্রশাসকের কার্যালয়ের আইসিটি সম্মেলন কক্ষে দুদক ফরিদপুরের উপ-পরিচালক ফজলুল হকের সভাপতিত্বে দুর্নীতি বিরোধী আলোচনায় অংশ নেন-  অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক এরাদুল হক, সচেতন নাগরিক কমিটি-সনাক ফরিদপুরের সভাপতি রমেন্দ্র নাথ রায় কর্মকার, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর মো. শাহজাহান, টিআইবি’র এরিয়া ম্যানেজার মনিরুল হক, ব্লাস্টের অ্যাডভোকেট শিপ্রা গোস্বামী প্রমুখ।

এরআগে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে মানববন্ধন ও দুর্নীতি বিরোধী স্বাক্ষর সংগ্রহ করা হয়।  

বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৭
বিএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।