ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

‘ভ্যাট দিচ্ছে জনগণ, দেশের হচ্ছে উন্নয়ন’

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৮ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৭
‘ভ্যাট দিচ্ছে জনগণ, দেশের হচ্ছে উন্নয়ন’ র‌্যালিতে অংশগ্রহণকারীরা, ছবি: বাংলানিউজ

বরিশাল: ‘ভ্যাট দিচ্ছে জনগণ, দেশের হচ্ছে উন্নয়ন’ এই স্লোগানে জাতীয় ভ্যাট দিবস উপলক্ষে বরিশালে র‌্যালি করা হয়েছে।

রোববার (১০ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় নগরীর গোরাচাঁদ দাস রোডের কাস্টমস, এক্সসাইজ ও ভ্যাট বিভাগ কার্যালয়ের সামনে থেকে র‌্যালি বের করা হয়।  

কাস্টমস, এক্সসাইজ ও ভ্যাট বিভাগ কার্যালয় বরিশালের উদ্যোগে শোভাযাত্রাটি নগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শুরুর স্থলে গিয়ে শেষ হয়।

ভ্যাট কার্যালয়ের বিভাগীয় কর্মকর্তা নেয়ামুল হাসানের নেতৃত্বে শোভাযাত্রায় রং-বে রঙের ব্যানার ফ্যাস্টুন শোভা পায়।

উল্লেখ্য, রোববার থেকে শুরু হওয়া ভ্যাট সপ্তাহ শেষ হবে ১৫ ডিসেম্বর।

বাংলা‌দেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৭
এমএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।