ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

১০ দিনেও সন্ধান মেলেনি নিখোঁজ ইলেকট্রিশিয়ানের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১১ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৭
১০ দিনেও সন্ধান মেলেনি নিখোঁজ ইলেকট্রিশিয়ানের

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় ১০ দিনেও সন্ধান মেলেনি মীর হোসেন (২৫) নামে নিখোঁজ ইলেকট্রিশিয়ানের। এ ঘটনায় তার ভাই বিল্লাল হোসেন বাদী হয়ে চৌদ্দগ্রাম থানা ও কুমিল্লায় র‌্যাব-১১ এর কাছে পৃথক দুটি সাধারণ ডায়েরি করেছেন।

১ ডিসেম্বর থেকে নিখোঁজ রয়েছেন মীর হোসেন উপজেলার কালিকাপুর ইউনিয়নের পরাণপুর গ্রামের মৃত. নুরুল হকের ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, মীর হোসেন ২৫ নভেম্বর বিদেশে যাওয়ার জন্য ভিসা প্রসেসিং কাজে ঢাকায় যান।

কাজ শেষে ১ ডিসেম্বর সন্ধ্যায় বাড়ির উদ্দেশে রওয়ানা দেন। রাত সাড়ে ৯টায় তিনি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিয়াবাজারে আছেন বলে মোবাইল ফোনে পরিবারকে জানান।

এরপর থেকে তার ব্যবহৃত ০১৬৩৯১১২৬২১ নম্বরটি বন্ধ পাওয়া যায়। পরবর্তীতে আত্মীয় স্বজনসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুজি করেও রোববার (১০ ডিসেম্বর) বিকেল পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

এ বিষয়ে জানতে চাইলে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ফয়সল জানান, সাধারণ ডায়রি করা হয়েছে কিনা দেখে বলতে হবে। যদি হয়ে থাকে আমরা তদন্ত
করবো।

বাংলাদেশ সময়: ১৮০৯ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৭
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।