ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

জাতীয়

পুলিশকে মারপিটের মামলায় কাউন্সিলর ইব্রাহিম গ্রেফতার 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪৫, ডিসেম্বর ২৩, ২০১৭
পুলিশকে মারপিটের মামলায় কাউন্সিলর ইব্রাহিম গ্রেফতার 

বগুড়া: বগুড়ায় পুলিশ সদস্যকে মারপিট মামলার আসামি পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর ও শহর শ্রমিক লীগের যুগ্ম সম্পাদক ইব্রাহিম হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।  

শনিবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যার পর শহরের স্টেডিয়াম পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক দুরুল হুদা সঙ্গীয় ফোর্স নিয়ে বগুড়া শহরের সেউজগাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।  
 

দিবাগত রাত ৯টার দিকে বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (ওসি-তদন্ত) আসলাম আলী বাংলানিউজকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

 

  
তিনি বলেন, পৌরসভার কাউন্সিলর ইব্রাহিম হোসেনের বিরুদ্ধে  পুলিশ সদস্যকে মারপিট করে ছিনতাইয়ের অভিযোগে মামলা রয়েছে। মামলার পর থেকেই তিনি পলাতক ছিলেন।  

 
বাংলাদেশ সময়: ২১৩৬ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৭
এমবিএইচ/বিএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।