ঢাকা, বৃহস্পতিবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৫ মে ২০২৫, ১৭ জিলকদ ১৪৪৬

জাতীয়

কমলগঞ্জে গরু চুরির অভিযোগে এক ব্যক্তি কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:১১, ডিসেম্বর ২৫, ২০১৭
কমলগঞ্জে গরু চুরির অভিযোগে এক ব্যক্তি কারাগারে

মৌলভীবাজার: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় গরু চুরির সময় হাতেনাতে আটক ছালেক মিয়া (৩৫) নামে এক ব্যক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

সোমবার (২৫ ডিসেম্বর) দুপুরে তাকে কারাগারে পাঠানো হয়। এর আগে সকালে চুরি করার সময় জনতার হাতে আটক হন তিনি।

ছালেক উপজেলার আলী নগর ইউনিয়নের চিতলীয়া গ্রামের দরুদ মিয়ার ছেলে।

কমলগঞ্জ থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) সুসেন দাশ বাংলানিউজকে জানান, ছালেক ভোরে আব্দুল ওহাব নামে এক ব্যক্তির বাড়ি থেকে গরু চুরি করার সময় জনগণের হাতে আটক হন। পরে তাকে পুলিশে দেন তারা। এ ঘটনায় ছালেকের বিরুদ্ধে আব্দুল ওহাব বাদী হয়ে মামলা করলে তাকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।  

বাংলাদেশ সময়: ১৮০৯ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।