ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শিশু নির্যাতনের ঘটনায় মামলা, নির্যাতনকারী গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৭ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৭
শিশু নির্যাতনের ঘটনায় মামলা, নির্যাতনকারী গ্রেফতার হাসপাতালে চিকিৎসাধীন শিশু রিফাত। ছবি: বাংলানিউজ

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের কামারখন্দে ক্ষেত থেকে মুলা তোলার অপরাধে ৫ বছরের শিশু রিফাতকে (৫) হাত-পা বেঁধে নির্যাতনের ঘটনায় থানায় মামলা করা হয়েছে। 

সোমবার (২৫ ডিসেম্বর) রাতে শিশুটির বাবা মুকুল প্রামাণিক বাদী হয়ে ক্ষেত মালিক খোকন সরকারকে একমাত্র আসামি করে মামলাটি করেন।  

আর মামলার পরপরই নির্যাতনকারী খোকন সরকারকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার খোকন উপজেলার জামতৈল ইউনিয়নের বড়কুড়া গ্রামের আজিজল হকের সরকারের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়দা খান বাংলানিউজকে জানান, মামলা হওয়ার পর নিজ বাড়িতে অভিযান চালিয়ে খোকনকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন>>
** 
ক্ষেত থেকে মূলা তোলায় হাত-পা বেঁধে শিশু নির্যাতন

আহত শিশুটির মা বুলবুলী বেগম সাংবাদিকদের জানান, রোববার (২৪ ডিসেম্বর) বিকেলে খোকন সরকারের ক্ষেতে একটি মুলা তুলে ফেলে তার ছেলে। এ সময় খোকন শিশুটিকে হাত-পা বেঁধে মারপিট করেন।  

এক পর্যায়ে জোরপূর্বক শিশু রিফাতের মুখে মুলা ঢুকিয়ে দেন তিনি। এতে রিফাত জ্ঞান হারিয়ে ফেলে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি
করেন।  

বর্তমানে শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানান তিনি।  

বাংলাদেশ সময়: ০২০১ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৭
এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।