ঢাকা, সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

জাতীয়

গাজীপুরে কিশোরের মরদেহ উদ্ধার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৩০, ডিসেম্বর ২৯, ২০১৭
গাজীপুরে কিশোরের মরদেহ উদ্ধার

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের কুনিয়া সুখিনগর এলাকা থেকে মহিন (২২) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শুক্রবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত মহিন কুমিল্লার বরুড়া থানার নোয়াগাঁও এলাকার আবুল হাশেমের ছেলে।

 

জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আনোয়ার হোসেন জানান, কুনিয়া সুখিনগর এলাকার একটি পরিত্যক্ত জায়গায় মহিনকে কুপিয়ে হত্যা করে ফেলে যায় দূর্বৃত্তরা। এলাকাবাসী মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে সন্ধ্যায় ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।  

এসআই আরও জানান, নিহত মহিন মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। ধারণা করা হচ্ছে, মাদক ব্যবসাকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।  

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৭ 
আরএস/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।