ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

৩৪তম ব্যাচে প্রশাসনিক সার্ভিস অ্যাসোসিয়েশন’র কমিটি গঠন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৫ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৭
৩৪তম ব্যাচে প্রশাসনিক সার্ভিস অ্যাসোসিয়েশন’র কমিটি গঠন

ঢাকা: বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের ৩৪তম ব্যাচে নতুন কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (৩০ ডিসেম্বর) রাজধানীর বিয়াম ফাউন্ডেশনের মেঘনা মিলনায়তনে বিসিএস প্রশাসন ক্যাডারের সাধারণ সভায়ে এ কমিটি গঠন করা হয়। সংঠনটি থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

এতে বলা হয়, সভাপতি পদে আবদুল্লাহ আল মাহফুজ পুলক ও সাধারণ সম্পাদক কামরুল হাসান সোহেল নির্বাচিত হয়েছেন। নতুন কমিটির মেয়াদ দুই বছর।

শিগগিরিই পূর্ণ কমিটির তালিকা প্রকাশ করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
 
বাংলাদেশ সময়: ০০২৫ ঘন্টা, ডিসেম্বর ৩১, ২০১৭
এমসি/জেআইএম/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।